হাতীবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ

আপডেট: December 25, 2024 |
inbound7652662354129715925
print news

হাতীবান্ধা সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা হুমায়ুন কবির খন্দকার মতি ও তার ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আঃ ছালাম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন,ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতি (৬০) ও মোর্শেদ আলম খন্দকার রতন (৪৫)।

অভিযোগ সুত্রে জানা যায়, আঃ ছালাম ও মোর্শেদ আলম খন্দকার রতনের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঃ ছালাম দোকানে বসে চা খাচ্ছিলেন।

এমতাবস্থায় সেই পূর্ব শত্রুতার জের ধরেই আঃ ছালামকে টেনে দোকানের বাহিরে বের করে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে চলে যান হুমায়ুন কবির খন্দকার মতি ও মোর্শেদ আলম খন্দকার রতন।

পরে জখমী অবস্থায় আঃ ছালামকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সংবাদ লিখা পযন্ত আ: ছালাম হাসপাতালে চিকিৎসকধীন রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির খন্দকার মতি বলেন, মারধরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো মারধর করিনি।

আঃ ছালামকে আমরা পারিবারিকভাবে বয়কট করেছি এবং মসজিদে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে নিউজ করিও না, এটা আমাদের পারিবারিক ব্যাপার।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন,  এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর