‘যারা বুক পেতে দিয়ে বলতে পারে গুলি কর, তাদের ভয় দেখাবেন না’

আপডেট: December 26, 2024 |
inbound8746548527854164120
print news

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছে। দেশের মানুষ বুক পেতে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর। সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি। আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন।

বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। এ জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে জনগণকে বন্দি করতে চেয়েছিলেন।

আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। দিল্লি বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

অন্য একটি সমাবেশে বিডিআর হত্যাসহ সকল হত্যা, গুম, দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বিচার দাবি করে জামায়াতের আমির বলেন, ‘আবহমান কাল থেকে আমাদের এই দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেননি।

তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল স্পৃষ্ঠ। এই সর্বনাশের জন্য সরকার দায়ী।

Share Now

এই বিভাগের আরও খবর