অপু-বুবলীর ফেসবুক পোষ্ট নিয়ে নেটিজেন ভাবনা

আপডেট: December 27, 2024 |
boishakhinews 40
print news

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরে চলছে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন— অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন অপু বিশ্বাস। এ আলাপচারিতায় কারো নাম উল্লেখ না করে এই অভিনেত্রী বলেন, “আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ যোগ্যতা এক দিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।”

অপু বিশ্বাসের এই বক্তব্য নিয়ে নানা বিশ্লেষণ চলছে অন্তর্জালে। নেটিজেনরা মনে করছেন— ‘তাদের’ বলতে চিত্রনায়িকা বুবলীকেই ইঙ্গিত করেছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাসের বক্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা অন্তর্জালে চললেও নীরব ছিলেন বুবলী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‘কৌশলী বুবলী’ একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুকে। নিজের কয়েকটি ছবি শেয়ার করে কারো নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, “মূর্খদের সঙ্গে কথা বলার চেয়ে, চুপ থাকাটাই কড়া জবাব।”

অপুর পর বুবলীর বক্তব্য নিয়েও বিশ্লেষণ করছেন নেটিজেনরা। পূর্বের মতো এবারো তাদের বক্তব্য— অপুকে উদ্দেশ্য করেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন বুবলী। এ নায়িকার ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, “কথাগুলো অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই বলেছেন।”

Share Now

এই বিভাগের আরও খবর