রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: December 28, 2024 |
inbound7165396207814105544
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক,ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক।

এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন,১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।

তখন থেকেই এই দেশ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে।

আমাদের এই দেশে জন্ম দেশকে ভালোবেসে সম্প্রীতির বন্ধনে সকল ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর