ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে বিজিবির আলোচনা সভা ও কম্বল বিতরণ

আপডেট: December 28, 2024 |
inbound698425526234221010
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০।

শনিবার (২৮) ডিসেম্বর বিকালে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এই আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজির আহম্মেদ (বিজিবিএমএস)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম, জগদল সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, জগদল মসজিদের ইমাম মোজ্জামেল হকসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজির আহম্মেদ  বলেন, সীমান্ত এলাকায় জনসাধারণের অবৈধভাবে সীমান্ত পারাপার যেন কেউ না হয়, সীমান্তে শুন্য রেখা অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তে অতিক্রম না করে, সীমান্তে নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্য সহ যে কোন চোরাচালানের সাথে জড়িত না হওয়ার কথা বলেন।

এসময় সেক্এটর সদর দপ্তর ঠাকুরগাঁওয়ের তত্বাবধানে অসহায় ছিন্নমূল ও শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর