জয়পুরহাটে ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন

আপডেট: December 30, 2024 |
inbound640975005919475377
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নিয়ে  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ৫১ দিন ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে ।

সোমবার দুপুর ৩ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের বাস্তবায়নে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্য  উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি,  অতিরিক্ত জেলা প্রশাসক  বিপুল কুমার, সবুর আলী, তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সিভিল সার্জন ডাঃ রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মাহবুব, আব্দুর রউফসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জয়পুরহাট  জেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী গ্রাফিতি অংকন, ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর