বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক, পাত্রী কে

আপডেট: January 3, 2025 |
inbound6740021756276004140
print news

জীবনের নতুন ইনিংস শুরু করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। তার স্ত্রীর নাম আশনা শ্রফ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তারা। এরপর থেকে নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

এ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একপি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লিখেন, তুমি আমার ঘর।

photo 1735820209

ছবিগুলোতে দেখা যায়, চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই আরমান-আশনা। বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।

photo 1735820197

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আশনা সেজেছিলেন কমলা রঙের লেহেঙ্গায়। আর গায়কের পরনে ছিল কমলা রঙের শেরওয়ানি স্যুট।

photo 1735820177

এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সম্পন্ন করেন আরমান-আশনা। আর বাগদানের প্রায় দেড় বছর পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তারা।

জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।

photo 1735820160

প্রসঙ্গত, আরমান মালিক একাধারে একজন সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট ও প্রযোজক।

বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় গান করেছেন এ শিল্পী।

Share Now

এই বিভাগের আরও খবর