বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট: January 7, 2025 |
inbound7652559691146479655
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ছে।

০৫ জানুয়ারি (রোববার) বিকালে বগুড়ার আদমদীঘি থানার আইপিজে পাইলট স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

inbound3920674503903651356

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপএম।

জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথির বক্তব্যে বলেন,পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মননিবেশ থাকলে কিশোর যুবকরা মাদকের প্রতি আসক্ত হবেনা।

এক্ষেত্রে প্রতিটি অভিভাবক, শিক্ষকসহ সুশিল সমাজের সকলকে মাদক বিরোধী কর্মকান্ড বন্ধে সহযোগিতা করতে হবে। তবেই সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেন করেন তিনি।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনতা।

Share Now

এই বিভাগের আরও খবর