বগুড়ায় ২৬ হাজার ৯৯০ কেজি জব্দকৃত সরকারি চাল নিলামে বিক্রি


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ২৬ হাজার ৯৯০ কেজি সরকারি চাল নিলামে বিক্রয় করছে উপজেলা খাদ্য বিভাগ।একই সাথে ৫০ কেজি চাল ধারণের ১৪৯৯ পিস চটের বস্তাও নিলামে বিক্রি কার হয়।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এই নিলাম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ১৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনীর এই চাল ও ১৪৯৯ পিস চটের বস্তা উদ্ধার করে।
এই ঘটনায় ৩১ অক্টোবরে একটি মামলা দায়ের হয়।মামলার রায়ে দুপচাঁচিয়া আমলী আদালত গত বছরের ৩১ ডিসেম্বর নিলামের আদেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ জানুয়ারি দুপচাঁচিয়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে আহবায়ক করে ৫ সদস্যের একটি নিলাম কমিটি গঠন করা হয়।
এই কমিটির সিদ্ধান্ত ক্রমে মঙ্গলবার বিকেলা নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল হক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, নিলামে তালোড়ার বাদশা আটো রাইস মিল ১৩ লাখ ২৬ হাজার ৫০০টাকা দর হাকিয়ে সর্ব্বোচ্চ দরদাতা হিসাবে গণ্য হয়।
বাদশা অটো রাইস মিল এই অর্থ প্রদান করে ২৬ হাজার ৯৯০ কেজি চাল ,৫০কেজি ধারণ সক্ষম ১৪৯৯ পিস চটের বস্তা ক্রয় করেন।