ডিআইইউতে অনুষ্ঠিত হচ্ছে সীরাত কনফারেন্স


মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ সীরাত কনফারেন্স।
আগামী ২৬ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বাড্ডার সাতারকুলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের এসটিসিতে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কনফারেন্সটিতে মূল আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।
এছাড়াও ইসলামী জ্ঞানচর্চায় অবদান রাখা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আদ দাওয়াহ ইলাল্লাহ এর পরিচালক শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।
এছাড়া সীরাত কনফারেন্সে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
সীরাত কনফারেন্সটি ইসলামিক জ্ঞান অন্বেষণ এবং নৈতিকতার চর্চার ক্ষেত্রে এক অনন্য মাইলফলক হয়ে উঠবে। শিক্ষার্থী, শিক্ষক এবং ধর্মপ্রাণ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে।
আয়োজকরা জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই আমাদের ভবিষ্যত আর ক্যারিয়ার সব সময় নিয়ে ভাবি কিন্তু এর বাহিরেও আমাদের একটি ক্যারিয়ার রয়েছে, যেই ক্যারিয়ারের নাম মুসলিম।
আমরা সেটা নিয়ে ভাবুক হয়ে উঠতে পারি না বিভিন্ন পরিবেশের কারণে। আর প্রতিটি মুসলিমের জীবনেই রাসূল (সাঃ) এর সীরাত তথা জীবনী প্রভাব ফেলে।
সেই লক্ষ্যে আমরা সীরাত কনফারেন্স আয়োজন করতে চাচ্ছি। যাতে ছাত্র-ছাত্রীদের ব্যাক্তি জীবণে মুসলিম ক্যারিয়ারের প্রতি আকৃষ্ঠতা বাড়ে।
তারা আরও জানান, সীরাহ কনফারেন্স আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় উত্তরাধিকার রক্ষা করতে সহায়ক।
এই চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে ইসলামিক শিক্ষাগুলো পৌঁছে দেয়া সম্ভব। এছাড়া কনফারেন্সটি মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও প্রেরণা জোগাবে।