হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

আপডেট: January 20, 2025 |
inbound5157112157473933643
print news

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন বাবর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তাকে হাসপাতালে আনা তার কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা জানান, রোববার রাত সাড়ে আটটা নাগাদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন সময়ে হঠাৎ করেই বুকের বা পাশে কথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা ও অনুভব করেন।

পরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি সব মামলা থেকে খালাস পাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন। গত ১৬ জানুয়ারি তিনি মুক্তি পান।

Share Now

এই বিভাগের আরও খবর