জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট: January 22, 2025 |
inbound8611074764056129348
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ তারুণ্যের উৎসবে জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার  রাতে শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এতে বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বেতারের শিল্পীরা।

ফাইনাল রাউন্ডে জেলার ৫টি উপজেলা থেকে বাছাইকৃত ৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০ জন যাবেন গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে জাতীয় পর্যায়ের বিচারকরা উপস্থিত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, ‘জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে, যারা সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পান না।

এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর