নয় দফা দাবিতে জয়পুরহাটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান

আপডেট: January 24, 2025 |
inbound2709209799759125112
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আওয়ামীলীগের নেতাকর্মীরা  বাহিরে ঘোরে ফেরা করা সত্ত্বেও পুলিশের  নিরবতা, পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা  বজায় রাখাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈশম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় তারা সদর থানা ও পাঁচবিবি থানার  ওসির রদবদলসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
পরে সেখানেই তারা তাদের নয় দফা দাবি  পেশ করেন।

এসময় বক্তব্য দেন নিয়ামুর রহমান নিবিড়,মুবাশশির আলী শিহাব, কে এম সাজিন, ফারজান হোসেন, মোহতাসিম মিনাল, এহছান আহম্মেদ নাহিদ, মাইনুল ইসলাম রিসালাত, খাইরুন নাহার, ছামিতুন ইসলাম মিতুন প্রমুখ।

নয় দফা দাবির মধ্যে  অন্যান্য দাবিগুলো  হলো- শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করা কিছু পুলিশের এখনো  রদবদল করতে হবে, খুন ও নাসকতা মামলায় জরিত আসামিদের নির্বিচারে মুক্তি দেওয়া বন্ধ করতে হবে, নিষিদ্ধ  ছাত্রলীগ দারা আহত ছাত্র অভিযোগ দেওয়া সত্তেও পুলিশ এর নিরব ভুমিকা পালন করা বন্ধ করতে হবে, ছাত্র লীগ দারা পরিচালিত কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্তেও কোন পদক্ষেপ গ্রহন না করা।

ফেসিস্ট সরকারের পতনের দীর্ঘ সময় পার হওয়ার পরেও পুলিশ নিজের অবস্থানে ফিরে না আসা, যে সকল পুলিশের হাতে আমাদের ছাত্র ভাইয়ের রক্ত লেগে আছে তাদেরকে অন্য জায়গায় বদলি করা।

আন্দোলনে যে সকল পুলিশ গুলি চালিয়েছিলো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে আরো পদন্নোতি দেওয়া এবং জামিনকৃত  আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা  করার দাবিও জানান তারা।

এ সময় তারা সাত দিনের আল্টিমেটাম দেন , এই সাত দিনের মধ্যে যদি তাদের দাবি-দাওয়া না মেনে নেওয়া হয়  তাহলে তারা আরো বৃহত্তর কর্মসূচি  পালন করবেন বলে  হুশিয়ারী দেন।

এরপর তারা আইনজীবী ভবনের সামনে গিয়েও তাদের দাবি পেশ করেন এবং সেখানেও অবস্থান নেন।

Share Now

এই বিভাগের আরও খবর