বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বিদেশি ক্রিকেটার মোহাম্মদ নবী

আপডেট: January 26, 2025 |
boishakhinews 50
print news

ফাহিম আশরাফের তোপে আসা যাওয়ার মিছিলে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। তার ফাইফারের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে কীর্তি গড়েন মোহাম্মদ নবী।

রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল-সিলেট। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট।

৩.১ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী-জেমস ফুলার। বিপিএলে নবীর উইকেট সংখ্যা ৭৪টি। বিদেশিদের মধ্যে এটি সর্বোচ্চ। ৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাটি। ২টি ছক্কা ও ১টি চারে ২৯ বলে এই রান করেন ভাটি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। ১টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান জাকের। এ ছাড়া আরিফুল হক ১২ ও তানজীম হাসান সাকিব ১৩ রান করেন।

ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট খায় সিলেট। পাওয়ার প্লে শেষের আগেই ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পুরো আসরজুড়ে ধুঁকতে থাকা দলটি।

 

Share Now

এই বিভাগের আরও খবর