প্লে-অফ নিশ্চিতের ম্যাচে বরিশাল-সিলেট মুখোমুখি

আপডেট: January 26, 2025 |
boishakhinews 51
print news

প্লে-অফ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল ।  ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল। এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার। এমন লক্ষ্যে রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল-সিলেট।

এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে প্লে-অফ থেকে এক প্রকার ছিটকে যাওয়া চায়ের দেশ সিলেটের অধিনায়ক আরিফুল হক। সিলেটে পর্বে দুই দলের আগের দেখায় সিলেট স্ট্রাইকার্সকে হেসেখেলে ৭ উইকেটে হারিয়েছিল। তাইতো আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তামিম ইকবালের বরিশালের এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে কোন সমস্যা হওয়ার কথা না।

এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র দুটি জয় সিলেটের। বরিশালের বিপক্ষেসহ বাকি থাকা টানা তিন ম্যাচ জিতলে দলটি পয়েন্ট হবে ১০। তখনো অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে প্লে অফে যাওয়া না যাওয়ার বিষয়টি।

সিলেট একাদশ:
আরিফুল হক (অধিনায়ক) জর্জ মুনশে, কাদেম অ্যালাইন, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শিনওয়ারি, রুয়েল মিয়া, নাহিদ ইসলাম, আহসান ভাটি ও সুমন খান।

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ডেবিড মালান, মুশফিকুর রহিম, রিপন মণ্ডল, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জেমস ফুলার, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী ও তাইজুল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর