ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএসে চাল বিক্রি করবে সরকার

আপডেট: January 28, 2025 |
inbound4645556703460747534
print news

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি থেকে নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারের (ওএমএস) মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রুয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪টি উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়াও এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন ও শ্রমঘন চারটি (ঢাকা, না:গঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক দুই মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর