সাফজয়ী নারী ফুটবলারদের সঙ্গে কোচ বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্য
আপডেট: January 30, 2025
|


কোচ পিটার বাটলারের সঙ্গে সাফজয়ী সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব পুনরায় প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীন কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে নিজেদের অবস্থানে অটল সাফজয়ী নারী ফুটবলাররা।
দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার গণ অবসরের হুমকিও দিয়ে রাখলেন নারী ফুটবলাররা। বৃহস্পতিবার বাফুফে ভবনে একত্র হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে সম্মান নিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান তারা।