রাণীশংকৈলে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

আপডেট: January 31, 2025 |
inbound7620264564886301724
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা -কর্মচারিদের উপস্থিতিতে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, শিক্ষা অফিসার তোবারক হোসেন, রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার ,জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান , জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী , সভাপতি পৌর বিএনপি অধ্যাপক শাহজাহান আলী , পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী ,ছাত্র প্রতিনিধি তারেক, আল হাবিব প্রমুখ।

র‍্যালী শেষে কলেজ মাঠে সংক্ষিত আলোচনা সভা এবং সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর