রোনালদোর গোলে আল নাসরের বিজয়

আপডেট: January 31, 2025 |
boishakhinews 63
print news

সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) রাতে আল রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রায়েদের ঘরের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে এ রাতে সমর্থকরা একসাথে গলা ফাটাতে লাগলেন ‘মেসি-মেসি’ বলে। নিশ্চিতভাবেই তারা প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদোকে ক্ষেপানোর জন্যই এই কাজ করছিলেন। সবাইকে অবাক করে দিয়ে আওয়াজ আরও বাড়ানোর জন্য রোনালদো দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন! রোনালদো তো বহু আগেই বলে দিয়েছিলেন, “আপনাদের ঘৃণা আমাকে অদম্য করে।”

হলোও তাই, প্রতিপক্ষ সমর্থকদের অপমান রোনালদোকে শানিত করল। ম্যাচে আল নাসর ২–১ গোলে জয় লাভ করল আল রায়েদের বিপক্ষে। অসাধারণ একটি গোল করে এই জয়ে দারুণ অবদান রেখেছেন নাসরের সবচেয়ে বড় তারকা রোনালদো। তাতে এই পর্তুগিজ মহাতারকার রেকর্ডের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। তবে, গোল করিয়ে নয় বরং ম্যাচটি জিতে তিনি একটি মাইলফলক স্পর্শ করেছেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর