বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

আপডেট: January 31, 2025 |
inbound5963141347880046153
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থাননে হযরতে শাহসুলতান মাহমুূদ বলখী মাহীসয়ার(রহঃ) এর মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপি।

৩১ জানুয়ারি (শুক্রবার) দুপুরের পর বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপি ঐতিহাসিক মহাস্থান হযরত শাহসুতান মাহমুদ বলখী (রহঃ) মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

এ সময় রাষ্ট্রদূত মারি মাসদুপি ও তার সফরসঙ্গীগণ মাজার কমপ্লেক্সে আগমন করলে মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ,এইচ,এম রবিউল করিম স্বাগতম জানান।

রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীগণ মূল মাজার শরীরসহ মাজার চত্বরের প্রত্ননিদশন সমূহ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক নহিদ সুলতানা,মহাস্থান যাদুঘরের কাষ্টেড়িয়ান রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানসহ প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর