জয়পুরহাটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেট: February 2, 2025 |
inbound5066515709202929919
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় সনাক্তের দাবীতে জয়পুরহাটে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা পর্দানশীল নারী সমাজ।

রবিবার সকালে জেলা প্রশাসক চত্বরের সামনে জয়পুরহাট জেলার পর্দানশীল নারী সমাজ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পর্দানশীল নারী সমাজের পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন, তানজিমা খাতুন, মাহমুদা ফিরদাউসী, যাহান খানম ও উম্মে সালমা।

এসময় বক্তরা বলেন, পুরিপূর্ণ পর্দা করা নারীদের সাংবিধানিক অধিকার। খোদ আমেরিকাতেও ছবি বিহীন এনআইডি আছে। তাই এনআইডিতে মুখচ্ছবি বাধ্যমুলক না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধুনিক পদ্ধতিতে এনআইডি প্রস্তুত করার দাবি জানাই ।

পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর