বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: February 3, 2025 |
inbound3707363901813411965
print news

নাটোরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার কুরিয়া লাউহাটি এলাকার রবি মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি জানান, সোববার বেলা ১১টার দিকে আবুল হোসেন তার মোটরসাইকেল যোগে রাজশাহীর দিক থেকে নাটোরে আসছিলেন। পথে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে আবুল হোসেন মারা যায়।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল এবং মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে দুর্ঘটনার সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর