জয়পুরহাটে ০৭ নং ওয়ার্ড কৃষক দলের র্যালী ও পরিচিতি সভা


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শহর শাখার ০৭ নং ওয়ার্ডের উদ্যোগে র্যালী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বাস স্ট্যান্ড ব্র্যাকের মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক দল ০৭ নং ওয়ার্ডের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জয়পুরহাট জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শহর কৃষক দলের আহবায়ক হাসানুর রহমান তালুকদার, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শ্রমিক দলের সহ সভাপতি নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক উম্মত আলী হিম্মত, ০৭ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন প্রমুখ।