বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক

আপডেট: February 10, 2025 |
inbound555583165316111566
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোড় রাতে অভিযান চালিয়ে জেলা শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ।

আটককৃত যুবক ঐ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন বলে জানা গেছে ৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি তল্লাশীর সময় তার কক্ষে বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ সদস্যরা৷

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় শয়ন কক্ষের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া যায়। প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে।

পিস্তলসহ সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর