কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কা নিহত ১

আপডেট: February 10, 2025 |
inbound8735421930276516078
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ওপর লালন শাহ সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামে একজন নিহত হন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ইলিয়াস হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সেতুতে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকে মেরামতের কাজ চলছিল। এমন সময় আরেকটি ট্রাক এসে ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক বিকল হয়ে সেতুর মাঝখানে দাঁড়ানো অবস্থায় ছিল।

ট্রাকের নিচে কয়েকজন মিলে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে সজোরে পেছনে ধাক্কায় দেয়। এতেই দুর্ঘটনা ঘটে। নিহতর মরদেহ ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর