গাজীপুরে শহীদ পরিবারকে অনুদান দিয়েছে জেলা পরিষদ

আপডেট: February 11, 2025 |
inbound301396897897453068
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই-আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে গাজীপুরের ১৩জন শহীদের পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক শহীদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

এছাড়া তিনি শহীদদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহমেদ আলী আদনান এবং গাজীপুর জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর