আজ মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ

আপডেট: February 23, 2025 |
boishakhinews 46
print news

দীর্ঘ প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। তার বর পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। তাদের এক যুগের প্রেম পূর্ণতা পাচ্ছে এবার।

আজ রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।
গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন।

মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজনদের মধ্যে ইতিমধ্যে সেই আয়োজনে গেছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
সেই আয়োজনে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক জানালেন, এই আয়োজনে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, আজ সন্ধ্যার দিকে গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে।

আগামীকাল সোমবার একই ভেন্যুতে মেহজাবীন ও আদনানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জানা গেছে, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। তার আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই।

Share Now

এই বিভাগের আরও খবর