নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে : কিউই অধিনায়ক

আপডেট: February 23, 2025 |
boishakhinews 47
print news

 

একই সরলরেখার দুই বিন্দুতে অবস্থিত বাংলাদেশ-নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে হার দিয়ে শুরু করা বাংলাদেশের বিপরীতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল রাওয়ালপিন্ডিতে দুই দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ম্যাচকে সামনে রেখেই আজ সংবাদ সম্মেলনে দলের লক্ষ্যের কথা জানিয়েছেন মিচেল স্যান্টনার।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও নাজমুল হোসেন শান্তদের হালকাভাবে নিচ্ছেন না স্যান্টনার। নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে এমনটি জানিয়ে কিউই অধিনায়ক বলেছেন, ‘তাদের হালকাভাবে নিচ্ছি না আমরা। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। আশা করি, আমাদের ক্ষেত্রে তেমন হবে না।


বাংলাদেশের পেস বোলিং নিয়েও প্রশংসা করেছেন স্যান্টনার। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে তারা বেশ ভালো দল। তারা সব সময় স্পিন দিয়ে কাজ চালাত। কিন্তু এখন তাদের দলে বেশ কজন ভালো দ্রুতগতির বোলার আছে।

আমরা জানি, ফিজ (মোস্তাফিজ) কতটা ভালো করতে পারে। রানার মতো গতিময় বোলারও এসেছে দলে।’
সাকিব আল হাসানের না থাকা নিয়েও কথা বলেছেন স্যান্টনার। সাকিবের প্রশংসা করে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, লম্বা সময় ধরেই আমরা দেখেছি সাকিব কতটা ভালো খেলেছে। সব কন্ডিশনে ভালো করতে পারে সেটা সে প্রমাণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর