বাংলাদেশ ও পাকিস্তানের জন্য সমস্যাটা একই : রশিদ লতিফ

আপডেট: March 2, 2025 |
boishakhinews 8
print news

বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। এই দুই দলের একই রকমের সমস্যা দেখছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ। তার বিশ্বাস পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অস্থিতিশীলতা।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে দুই দলই টুর্নামেন্ট থেকে আগেভাগে ছিটকে গেছে। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে তাদের মুখোমুখি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পাকিস্তানের পারফর্ম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে রশিদ বাংলাদেশি সাংবাদিকদের বলেন, ‘খুবই হতাশাজনক। ২৯ বছর পর আমরা এমন একটি বড় আসর আয়োজন করছি।’

তিনি মনে করেন, পেশাদারিত্বের অভাব, নির্বাচক কমিটিতে ঘন ঘন পরিবর্তন এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট ধারাবাহিক সাফল্য পাচ্ছে না।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের সমস্যা রয়েছে, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচ বছরে অনেক বেশি পরিবর্তন আনে। চার বছরে ২৬ জন নির্বাচক এসেছে, চেয়ারম্যানের পদেও বারবার পরিবর্তন হয়েছে। এ কারণেই আমরা স্থিতিশীলতা খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ও পাকিস্তানের জন্য সমস্যাটা একই। ক্রিকেট পরিচালনার প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না, কে বোর্ড চালাচ্ছে, তবে বাংলাদেশেও রাজনীতিবিদরা জড়িত, যেমনটা পাকিস্তানেও রয়েছে।’

দুই দল যদি আরও পেশাদার দৃষ্টিভঙ্গি না নেয়, তাহলে তারা পিছিয়ে পড়তে থাকবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান পেশাদারদের দরকার। এমনকি ক্রিকেটারদেরও পেশাদার হতে হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর