জয়পুরহাটে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটির অভিযান

আপডেট: March 5, 2025 |
inbound2526625455027868680
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে  নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র নির্দেশে জেলা প্রশাসনের বাজার  মনিটরিং কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ,  উজ্জ্বল বাইন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।

প্রথম দিন পৌর শহরের মন্ডল পাড়া, সবুজ নগর এলাকায়
ফ্রেশ তেলের ডিলারের গুদামে অতিরিক্ত তেলের মজুদ দেখে অভিযান পরিচালনা করা হয়।

বাজার স্থিতিশীল রাখতে  অবিলম্বে দোকানদারদের নিকট তেল হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে শহরের মাছুয়া  বাজার এলাকায়  তেলের দোকানদার ও হোটেল মিলিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার ৯শ টাকা জরিমানা প্রদান করা হয়।

দ্বিতীয় দিন শহরের রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ফলের দোকানকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। খুচরা বিক্রির ক্ষেত্রে পাকা রশিদ প্রদানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বলেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নির্দেশে পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যেন মাহে রমজানকে সামনে রেখ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে এবং দোকানীরা যেন দাম বৃদ্ধি না করতে পারে এজন্য আমরা অভিযান পরিচালনা করছি।

যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে এবং বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে  তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর