জয়পুরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা.আবুল কাশেম ময়দান সারা দেশের ন্যায় জয়পুরহাটেও পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষদের জন্য ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।
জয়পুরহাট শহরে ৫টি পয়েন্টে এসব পণ্য আগামী ১৫ মার্চ পর্যন্ত সাশ্রয়ী মূলে বিক্রয় করা হবে।
বিক্রয়ের স্থান শহীদ ডা.আবুল কাশেম ময়দান, কেন্দ্রীয় বাস টার্মিনাল, জয়পুরহাট চিনিকল, পৌর এলাকার খঞ্জনপুর ও পুরানাপৈল মোড়।