চাঁদপুরে চুলার গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৬

আপডেট: March 9, 2025 |
inbound4287885277559584478
print news

চাঁদপুরে লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

রোববার ভোর রাতে শহরের কোড়ালিয়া সাহাবাড়ি রোডে জাকির হোসেনের বাড়ীর চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দগ্ধরা হলেন আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেজ ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মঈন (১৮)।

এদের মধ্যে ইমাম হোসেন ও নিপা আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন বলেন, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। অগ্নিদগ্ধ সবাই তার পরিবারের সদস্য।

দগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগ্নে মাহমুদ বলেন, ভোর রাতে সেহেরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয। বাকি দু’জন হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর