ট্রাক স্ট্যান্ডের জমির দাবিতে গাজীপুরে চালকদের বিক্ষোভ-মানব বন্ধন


মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরের টেকনগরপাড়া মৌজায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে গাজীপুর জেলা ট্রাক, পিক-আপ ট্রাকলরি ড্রাইভারস ইউনিয়নের চালকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
রোববার সকালে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
ট্রাক চালক বাহাউদ্দিন বলেন, বিগত সময়ে তেলিপাড়া এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাড়কের পাশে ট্রাক স্ট্যান্ড ছিল।
কিন্ত ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে তথা ফ্লাইওয়ে নির্মাণের সময় ২০১৮ সালে স্থানীয় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রসাশন ওই ট্রাক স্ট্যান্ড টেক নগরপাড়া এলাকায় খাসজমিতে স্থানান্তর করে।
সম্প্রতি জিয়াউদ্দিন গং ওই জমির মালিকানা দাবি করেন। শুধু তাই নয় সেখান থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য আমাদের চালকদেরকে নানা হুমকি ও জুলুম নির্যাতন করছে।
ট্রাক চালক আব্দুল মজিদ জানান, শুধু তাই নয় ওই ব্যক্তি সন্ত্রাসী প্রকৃতির লোকজন পাঠিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করে।
তাই আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য জমির সীমানা নির্ধারণ ও স্থায়ী বরাদ্দ এবং সহজ শর্তে স্থায়ী লিজ প্রদানের জন্য রোববার সকালে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।
অপর চালক মো. জুয়েল হোসেন জানান, আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসীমুক্ত ট্রাক স্ট্যান্ড চাই। স্ট্যান্ডে গাড়ি রাখতে না পাড়ায় আমাদের ট্রাক/গাড়ি মহাসড়কের পাশে রাখতে হচ্ছে।
এসময় পুলিশও আমাদের নানাভাবে হয়রানী করছে। আমরা এ অবস্থা থেকে রেহাই চাই। আমরা স্থায়ী ট্রাক স্ট্যান্ড চাই।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে তারা গাজীপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
এ ব্যাপারে জিয়াউদ্দিনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।