বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত

আপডেট: March 13, 2025 |
inbound1602719134928704380
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা মা- মেয়ে নিহত হয়েছে।

১২ মার্চ (বুধবার) দুপুর ২টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম একাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-দুপচাঁচিয়া উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন (২৫) ও মেয়ে রাহিয়া (৩)।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এসব তথ্য নিশিত করেছে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান,নিহত রোকসানা ও তার ৩ বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগর জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল।

সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য ব্যাটারিচালিত অটোভ্যান যোগে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২)পেছন থেকে চাপা দিলে ঘটনাস্হলেই রাহিয়ার মৃত্যু হয়।

স্হানীয়রা গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোকসানা পারভীনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর