বগুড়ায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২, বগুড়ার অভিযানে শেরপুর থানার ০৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভাক্ত পালাতক আসামী শ্রী জয় সরকারকে উপজেলার মজনু জুট মিল এর সামন থেকে গ্রেফতার করেছে র্যাব।
১৪ মার্চ (শুক্রবার) ১৫.৫০ ঘটিকায় বগুড়া জেলার শেরপুর থানাধীন মজনু জুট মিলের সমনে র্যাব-১২ বগুড়ার অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ মনিরুজ্জামান এর স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ বগুড়া, গোপন সংবাদের ভিত্তি জানতে পারে যে,শেরপুর থানার মামলা নং ০৬ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২১, জিআর নং ৪০/২১ এর পালাতক আসামী শ্রী জয় সরকার, বগুড়ার শেরপুর থানাধীন মজনু জুট মিল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব ছায়াতদন্ত শুর করে।
এরই ধারাবাহিকতা ১৪ মার্চ(শুক্রবার) ১৫,৫০ ঘটিকায় র্যাব-১২, বগুড়ার একটি অভিযানিক দল শেরপুর থানাধীন মজনু জুট মিলের সামনে অভিযান পরিচালনা করে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী শ্রী জয় সরকারকে গ্রেফতার করা হয়।
গেফতারকমত আসামী শ্রী জয় সরকার বগুড়া জেলার শেরপুর থানাধীন শ্রীরামপুর পাড়ার মৃত-গনেশ সরকারের ছেলে।
র্যাব-১২, বগুড়ার কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামী শ্রী জয় সরকার মামলার রায় প্রকাশের পর সাজা হতে পরিত্রাণ পেতে দীর্ঘদিন স্হানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন স্হানে আত্মগোপনে ছিলো।
তিনি আরও বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ শনিবার দুপুরে বগুড়ার শেরপুর থানার হস্তান্তর করা হয়।