জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট: March 18, 2025 |
inbound7531631001346370204
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক সাবেক শিক্ষার্থীও এই হামলায় জড়িত ছিলেন এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথমে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ঠেকাতে মরিয়া ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

তারা প্রকাশ্যে হামলা চালিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চালায়। মূলত ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদেই সারাদেশে আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলনের তোড়েই শেষ পর্যন্ত শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর