বগুড়ার শিবগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর সংবাদ সম্মেলন

আপডেট: March 20, 2025 |
inbound1259338982239933608
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি খারিজের কথা বলে ছেলের নিকট থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান।

১৯ মার্চ (বুধবার) দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুল হান্নানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর ময়নুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবিকার তাগিদে বিগত ২০১৪ সালে আমার জামাই মালয়েশিয়া যায়। মালয়েশিয়া অবস্থান কালে আমার জামাই উপর্জিত সব টাকা সরল বিশ্বাসে তার পিতা লোকমান হোসেনকে দেয়।

আমার জামাই এর উপার্জিত টাকায় বিগত ২০১৬ সালে জনৈক আফজাল আলীর নিকট থেকে পাতাইর মৌজার ১৫৫৮ নং দাগে ০৬ শতক জমি ক্রয় করিয়া অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর পিতার নামে দলিল করে নেয়।

বিষয়টি আমার জামাই জানতে পেরে তার পিতাকে বললে কৌশলে ৩ শতক আমার জামাই এর নামে ও ৩ শতক জমি আমার ছোট ভাই আবু হাসানের নামে নতুন করে দলিল করে দেয়। পরে আমার জামাই তার ভাই এর ৩শতক জমি ক্রয় করে মোট ৬ শতক জমিতে বাড়ি নির্মান করে।

২০২৪ সালের আগষ্ট মাসে আমার জামাই দেশে ফিরে আসলে আমার মেয়ে মনিষাকে বিয়ে করে। বর্তমানে সম্পত্তির কলহের কারণে আমার জামাই এর মা বাবা আমার মেয়েকে ডির্ভোস দেওয়ার জন্য জামাইকে চাপ প্রয়োগ করছে।

কৌশলে জমি খারিজের কথা বলে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তা ব্যবহার করে জামাই এর ৬ শতক জমি দখল করে নেওয়ার অসৎ উদ্দেশ্যে জামাই এর বিরুদ্ধে মামলা করেছে।

তারা অত্যাচার করে মেয়ে ও জামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি তালাবদ্ধ করে রেখেছে।

ন্যায় বিচারের স্বার্থে ও ভবিষ্যতে আমার মেয়ে জামাই এর যেন কোন ক্ষতি না হয় সে জন্য প্রশাসনের নিকট সাহায্য কামনা করছি।

সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান ও আব্দুল হান্নানের স্ত্রী মনিষা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর