হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ

আপডেট: March 21, 2025 |
inbound1810392587629307397
print news

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেড়শত হোটেল শ্রমিককে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার অফিস ও মিডিয়া সেক্রেটারি মাওলানা মিরাজুল ইসলাম মাহ্দীর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি মোঃ সাহিদুল আলম নিরো ও টংভাঙ্গা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক।

প্রতিটি ফুডপ্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলু অন্তর্ভুক্ত ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর