শিবগঞ্জে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

আপডেট: March 25, 2025 |
inbound2927755907342465355
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর, ঘরের আসবাবপত্র, গবাদিপশু সহ আগুনে পুড়ে সিয়াম বাবু (৭) নামে এক শিশু আহত হয়েছে।

রবিবার দিবাগত রাত ১ টার সময় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর পোড়ালি গ্রামের মৃত মালেকের মেয়ে সুমি বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন সুমি বেগম। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সুমি বেগম জানান, আমার বাবা এবং ভাইয়ের মৃত্যুর পর থেকে আমার মা ও ২ বাচ্চা সহ এই বাড়িতে বসবাস করে আসছি। গভীর রাতে ঘুম থেকে জেগে উঠে দেখি বাড়িতে আগুন লেগেছে।

শত্রুতা করে কেউ আমার বাড়িতে আগুন দিয়েছে। আগুনে আমার বাড়ির টিন, ঘরের আসবাবপত্র গবাদিপশু ৭০-৮০ টি টাইগার, ফাওমি জাতের মুরগী হাঁস পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন মন্ডল জানান, আগুন লাগার বিষয়টি আমি জেনেছি। এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর