বগুড়ায় অপহরণের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট: March 25, 2025 |
inbound5930887688030193883
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গত ২৩ মার্চ দু’জন ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের(আরএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২৪ মার্চ (সোমবার) সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু সুফিয়ান তাদেরকে বরখাস্ত করেন।

বরখাস্তকৃতরা হলেন-আরএমপি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক(এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া,আবুল কালাম আজাদ, মাববুব আলম,বাশির আলী এবং মাই মাইক্রোচালক মেহেদী হাসান।রাজশাহী মেট্রোপুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার( মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ সব তথ্য নিশিত করেন।

তিনি বলেন, বগুড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রঘম ধাপের ব্যবস্হা গ্রহণ করা হল।

এরপর তদন্ত করে বিভাগীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

এর আগে রোববার(২৩ মার্চ)রাত ৩টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রো চালককেও আটক করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর