লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর গুণী মানুষের সম্মানে ইফতার

আপডেট: March 25, 2025 |
inbound3841522709459214333
print news

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জোনালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার স্থানীয় একটি চাইনিজ হলরুমে গুণী মানুষের সম্মানের ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে কবি সাহিত্যিক সাংবাদিক ব্যাংকার গবেষক ব্যবসায়ী ও চাকরিজীবীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও ব্যাংকার আব্দুস শহীদের দোয়া ও মোনাজাত পরিচালনায় সংগঠনের সভাপতি এ,এস,এম রেজাউল করিম পারভেজ (দৈনিক স্বাধীন মত ও ডেইলি সান), সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও লোকসাহিত্য গবেষক অ আ আবীর আকাশ ( দৈনিক জবাবদিহি ও এটিভিলাইভ.নিউজ), সহ-সভাপতি নজির আহমেদ (দৈনিক ডেসটিনি, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী সুমন (দৈনিক জনবাণী), সাংগঠনিক সম্পাদক রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র) সহ-সাংগঠনিক সম্পাদক আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), ক্রীড়া সম্পাদক জিহাদ হোসাইন (মেঘনার খবর), সমাজসেবা সম্পাদক আরিফ হোসেন (দৈনিকমাতৃভূমির খবর), নির্বাহী সদস্যদের মধ্যে শিমুল হোসেন (দৈনিক এই বাংলা), খাইরুল আলম টিটু (দৈনিক বাংলাদেশ সময়), এছাড়াও আরো উপস্থিত ছিলেন কবি আব্দুস শহীদ পাটোয়ারী, রাজনীতিবিদ গিয়াস উদ্দিন ও জাদুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ইফতার অনুষ্ঠানে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করার পাশাপাশি ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠীর জন্য দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর