নৌকা প্রতীকে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আপডেট: March 25, 2025 |
inbound8402039102842480769
print news

‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে দিনাজপুরের এক ব্যক্তি। প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। দলীয় কার্যালয় ঠিকানা উল্লেখ করেছেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ।

মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, উজ্জ্বল রায় নামের ওই ব্যক্তি সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন। নিবন্ধন আবেদনে দেখা যায়, “আওয়ামী লীগ” নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন এই ব্যক্তি।

প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে ২৪ মার্চ, ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন আবেদনকারী।

তবে কোন সালের ৩০ এপ্রিল তা উল্লেখ করেননি। আবেদনে আরও দেখা যায়, তিনি দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাবের তথ্য না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর