শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের বড় ভূমিকা চান ড. ইউনূস

আপডেট: March 28, 2025 |
inbound7043371427108719582
print news

বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এই আহ্বান জানান তিনি।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বক্তৃতার শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং এর জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।

চীনের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সঙ্গে তার সম্পর্ক ছিল।

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন এবং রোহিঙ্গাদের তাদের আদি নিবাস মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন।

অধ্যাপক ইউনূস এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নিজ নিজ পক্ষের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

প্রধান উপদেষ্টা আজ প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করছেন।

বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের অবহিত করার জন্য এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিনটি শূন্যের বিশ্ব – এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। অধ্যাপক ইউনূস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত একটি নৈশভোজে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টা খলিলুর রহমানের উচ্চ প্রতিনিধি, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং সিএ-এর প্রেস সচিব শফিকুল আলম। সূত্র: বাসস।

Share Now

এই বিভাগের আরও খবর