বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দূর্বৃত্তদের হামলা

আপডেট: April 6, 2025 |
inbound5554239799372274034
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে।

০৬ এপ্রিল (রোববার) বিকাল সোয়া ৩টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলার শিকার দুই সাংবাদিক হলেন- মাঋরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আমল ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আফাসউদ্দৌলা নিওন।

জানা যায়,বগুড়া শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক।

বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আফাসউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়।

এসময় মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হয়।

একপর্যায়ে তারা দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং দুই জনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা।

এসময় সাংবাদিকের চিৎকার হামলাকারীরা সটকে পড়ে।পরে তারা আহত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন।

হামলার শিকার মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদেরকে মারধর শুরু করে।

হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন. তারা প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে আসলে তারকে মারধর করে।

তখম আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলা করে জখম করে দেয়।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর