ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কল্যান ট্রাস্টে এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদের লাখ টাকা প্রদান

আপডেট: April 7, 2025 |
print news

নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা ইউনিয়নে অবস্থিত আদর্শ ইতনা গ্রাম। সাহিত্যিক নিহারঞ্জন গুপ্ত এখানে জন্ম গ্রহন করেন ।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় প্রাচিনতম শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯০০ সালে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়।

ঔপনিবেশিক শাসন -শোষণ ও পরবর্তীতে পাকিস্তানী হানাদারদের যাঁতাকালে তৎকালীন বাংলার ৮০ ভাগ মানুষই ছিল নিরক্ষর।

তৎকালীন সামাজিক অবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সামর্থ্যহীনতার কারণে ইচ্ছা থাকলেও শিক্ষালাভের তেমন কোন সুযোগ ছিলনা সাধারণ মানুষের।

গ্রামের গুটিকয়েক মানুষ তখন কারো বাড়ি লজিংমাষ্টার বা জায়গীর থেকে আমলা কিংবা যশোরে গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন।

এমনই এক পরিস্থিতিতে এলাকার কিছু শিক্ষানুরাগী পরিবার ও ব্যক্তি এগিয়ে আসেন।

গ্রামের সকলে মিলে সাধ্যানুযায়ী মেধা, শ্রম ও অর্থ দান করে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান। পূর্বসূরীদের অনন্য অবদান আদর্শ ও ঐতিহ্যের এই বাতিঘর অর্থাৎ ইতনা মাধ্যমিক বিদ্যালয়।

ইতনা গ্রামের কৃতি সন্তান সরদার তানজির হোসেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি বিদ্যালয়ের উন্নয়নমুলক কাজে যথেষ্ট অবদান রেখে আসছেন।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী ও ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।

এসময় ব্যাচ ক্রিকেটের ম্যাচ চলাকালীন সময়ে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জনাব অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, তার এমন হঠাৎ উপস্থিতি সবার জন্য প্রেজেন্ট অফ সারপ্রাইজে পরিণত হয়।

এ সময় বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরাদ নিজেই।

এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিদ্যালয়ের কল্যাণ তহবিলে ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ের সভাপতি সরদার তানজির হোসেন তনুকে যেকোনো উন্নয়নমূলক কাজে তাকে পাশে রাখার আহ্বান জানান।

এ সময় ফরিদুজ্জামান ফরহাদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে সভাপতি সরদার তানজির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন ও মনুষ্যত্ব বিকাশে বাস্তবমুখী মানসম্পন্ন শিক্ষার গুরুত্ব অপরিসীম।

শিক্ষার মাধ্যমে একদিকে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, নৈতিক ও ব্যক্তিত্বের বিকাশ সাধিত হয়। অন্যদিকে এই শিক্ষার ওপর ভিত্তি করেই রচিত হয় জাতিসত্ত্বার কাঠামো।

কিন্তু আমাদের দেশে শিক্ষাব্যবস্থার আদর্শিক দৈন্য, নৈতিক দুর্বলতা, শিক্ষাবাণিজ্য, চাকচিক্যময় পরিবেশ অথচ অনুন্নত পাঠদানসহ নানাবিধ কারণে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

তাই জাতীয় উন্নতি ও সমৃদ্ধিকল্পে এই শিক্ষাব্যবস্থার উন্নতি ও সমৃদ্ধি সর্বাগ্রে জরুরি।

Share Now

এই বিভাগের আরও খবর