ঈদুল ফিতরে সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২

আপডেট: April 9, 2025 |
inbound6538048610968348017
print news

এবার ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (৯ এপ্রিল) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন। গত বছর একই সময়ে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও ১৩৯৮ জন আহত হয়েছিল। তবে, এবারের দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানী ২০-২১ শতাংশ কমেছে।

এছাড়া, রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন, আর নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে সমিতি জানায়, মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজির মতো যানবাহনের অবাধ চলাচল, সড়কে সঠিক রোড মার্কিং ও সড়কবাতির অভাব, অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন যানবাহনের ব্যবহার অন্যতম কারণ।

তবে, এবারের ঈদে দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি ফিরতে পারার সুবিধায় যাত্রা কিছুটা সহজ হয়েছে এবং দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

এছাড়া, সমিতির পক্ষ থেকে দুর্ঘটনা প্রতিরোধের জন্য সুপারিশ করা হয়েছে, যেমন— মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ করা, জাতীয় মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ নেওয়া এবং সড়ক নিরাপত্তা আইন কার্যকরভাবে প্রয়োগ করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, যুগ্ম মহাসচিব তাওহীদুল হক লিটন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ এবং অন্যান্য সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর