বগুড়ায় টিএমএসএসের দখলকৃত অবৈধ স্হাপনা যৌথ বাহিনী কর্তৃক উচ্ছেদ অভিযান

আপডেট: April 10, 2025 |
inbound8162543981480489247
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার টিএমএসএস করতোয়া নদী দখল,বিসিএল গ্লাস ফ্যাক্টারি দখলকৃত অবৈধ স্হাপনা যৌথ বাহিনী কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

০৯ এপ্রিল (বুধবার) বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর কোণঘেঁষা সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছিল একটি গ্লাস ফ্যাক্টরি।

প্রতিষ্ঠানটির মালিকানা ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অঅীনে।

দীর্ঘদিন ধরে নদীর পার দখল করে অবৈধভাবে স্হাপনা নির‍্যমাণ করায় আজ বুধবার প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের একটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এ সময় পুলিশের পাশাপাশি র‍্যাব ও আনসার সদস্যদের সমম্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অভিযান কাজে সহায়তা করে।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান,সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া টিএমএসএস কর্তৃক গ্লাস ফ্যাক্টরি নির্মাণ সম্পূর্ণ অবৈধ।

জনস্বার্থ, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় স্হানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,নদীর ধারে দখল হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল।

inbound2050061663003557477

উচ্ছেদের ফলে করতোয়ার স্বাভাবিক গতি ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ, টিএমএসএস কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্হাপনার বিরুদ্ধেই কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর