স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

আপডেট: April 10, 2025 |
inbound3927461583115117278
print news

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও চিকিৎসার সময়কার অভিজ্ঞতা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাসটি শেয়ার করেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর আমার যেন সবকিছু থেমে যায়। তিনি আমাদের পরিবারের ভরসার জায়গা। আমি দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।”

তিনি আরও জানান, অস্ত্রোপচারের আগের দিন ভোর ৩টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সে সময় তার মেয়ে ঢাকায় ফিরে এসে মায়ের পাশে ছিলেন। তিনি নিজে তখন ছিলেন কারাগারে।

বিএনপি মহাসচিব বলেন, ‘হাসপাতালে আমার মেয়ে আর ডা. জাহিদ ছাড়া কেউ ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনসহ ভাইবোনেরা ফোনে খোঁজ নিচ্ছিলেন।’

ফখরুল বলেন, ‘আমার স্ত্রী সব সময় ধৈর্য্য ধরে, মুখে হাসি রেখে সবকিছু সামলে গেছেন। শুধু অসুস্থতার সময় না, আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, সেগুলোও তিনি শক্তভাবে মোকাবিলা করেছেন।’

বর্তমানে তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়ে ফখরুল বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসক বললেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তবে ছয় মাস পর আবার যেতে হবে।’

স্ট্যাটাসের শেষাংশে মির্জা ফখরুল সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাই।’

Share Now

এই বিভাগের আরও খবর