বাবার নিথর দেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

আপডেট: April 15, 2025 |
inbound8452882626503771528
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাবার মৃত্যুর পরও পরীক্ষায় অংশ নিলো বগুড়ার সোনাতলা উপজেলার মুসলিমা আক্তার তাসলিম।

১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় বাবার মৃত্যুর শোক বুকে চেপে ধরে বগুড়া সোনাতলা উপজেলার মুসলিমা আক্তার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসে।

তাসলিমা সোনাতলা উপজেলার হরিখালি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মোস্তাফিজার রহমান মোস্তা।তিনি সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর পরও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তাসমিমা ১২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয়।এরপর বেলা ১১টার দিকে তার বাবার দাফন-সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

হরিখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুূদ জানান,মেয়েটি ভেঙে না পড়ে যাতে পরীক্ষায় অংশ নিতে পারে,সেজন্য আমরা পাশে ছিলাম।সে সাহসিকতার পরিচয় দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন,মেয়েটির মানসিক দৃঢ়তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে।

প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বিক সহযোগিতা করা হবে যাতে সে বাকি পরীক্ষাগুলোতেও অংশ নিতে পারে।তাসলিমার এই আত্মাসংযম ও দায়িত্ববোধ সবার হৃদ ছুঁয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর