সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

আপডেট: April 18, 2025 |
inbound7862753866253056585
print news

ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক দীর্ঘ বৈঠকে বসলেও, আলোচনার ফলাফলে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাই আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।

বৈঠকের পরদিন শুক্রবার জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একযোগে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, অতিরিক্ত সচিবের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় শিক্ষার্থীদের প্রশ্নের কোনো সুস্পষ্ট লিখিত প্রমাণ দেখাতে পারেনি মন্ত্রণালয়। বলা হয়েছে, নিয়োগবিধি সংশোধনসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তা নিশ্চিত করার মতো কোনো কাগজপত্র দেখানো হয়নি।

তিনি বলেন, “আমরা স্পষ্ট ফলাফল চাই। প্রতিশ্রুতির নামে আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যাঁদের সঙ্গে আলোচনা হওয়া দরকার, তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ফলে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হয় অতিরিক্ত সচিবকে। শিক্ষার্থীদের মতে, এটি ছিল একটি “নাটকীয় ও অপ্রস্তুত বৈঠক।”

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী বলেন, “আমরা নাটকীয় বৈঠক প্রত্যাখ্যান করেছি। কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মশাল মিছিল করেছি। এখন আরও কঠোর কর্মসূচি আসছে।”

এর আগে বুধবার সারা দেশে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও, বৈঠকের আশ্বাসে তা সাময়িক স্থগিত করা হয়।

আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর